,

নবীগঞ্জের আলমপুর ও বৈঠাখালে ৫০টি পরিবার মধ্যে দলিল ও চাবি হস্তান্তর উদ্বোধন করেন এমপি মিলাদ গাজী

স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে জমি ও গৃহ প্রদান চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার আলমপুর (জয় বাংলা পল্লী) ও বৈঠাখালে (মুজিব স্বপ্নলোক) ৫০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট ব্যক্তির দলিল, নামজারী খতিয়ান, সার্টিফিকেটসহ হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) রফিকুল আলম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও গজ্নাইপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক মুকুল, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিতি ছিলেন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। এমপি মিলাদ বলেন প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর, দেশজুড়ে বইছে আনন্দধারা। ঘর নির্মাণে জন্য জমি থাকলে ভূমিহীন গৃহহীন মানুষ পাওয়া যাবে না। আওয়ামী লীগ সরকার সর্বদা উন্নয়ন ও জনগনের সরকার।


     এই বিভাগের আরো খবর