,

নবীগঞ্জে শিডিউল না মেনে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং

চাহিদা অনুযায়ী হচ্ছে না বিদ্যুৎ সরবরাহ

জাবেদ তালুকদার :: বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই অনুয়ায়ী নবীগঞ্জেও শুরু হয়েছে এলাকা ভিত্তিক লোডশেডিং। তবে বিদ্যুৎ বিভাগ ঘোষিত সূচি অনুযায়ী লোডশেডিং করছেন না। শিডিউল না মেনে নবীগঞ্জে ঘন্টার পর ঘন্টা চলছে বিদ্যুৎের ডিগবাজি। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশন, ফ্যানসহ বিভিন্ন মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় এলাকাতেই অর্থেক সমেয়রও বেশি বিদ্যুৎ থাকে না। ২৪ ঘন্টার মধ্যে ১৫ ঘন্টারও বেশী সময় বিদ্যুৎ না থাকার নজিরও রয়েছে নবীগঞ্জে। কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করায় শিডিউল মেনে লোডশেডিং সম্ভব হচ্ছে না। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সময়মতো লোডশেডিং মানা হচ্ছে না। প্রতিদিন কয়েক দফায় ১ ঘন্টা করে লোডশেডিংয়ের কথা থাকলেও কোথাও কোথাও টানা ৪-৫ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এলাকাভেদে লোডশেডিংয়ের বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারের পর গ্রাহকেরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। তবে সে অনুযায়ী লোডশেডিং না হওয়ায় গ্রাহকেরা পড়েছেন চরম বিপাকে। গ্রাম্য এলাকাগুলোতে দিন ও রাতে মিলে ২৪ ঘন্টার মধ্যে ১০/১২ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। রাতে প্রচন্ড গরমে লোডশেডিংয়ে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। রাতে কয়েকবার বিদ্যুৎ পাওয়া গেলেও তার স্থায়ীত্ব ২০-৩০ মিনিটের বেশি হয় না বলে অভিযোগ গ্রাহকদের। পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে বিদ্যুৎের চাহিদা ২৫ মেগাওয়াট। কিন্তু চলতি সময়ে সর্বোচ্চ ১৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন তারা। ফলে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবার করা যাচ্ছে না। নবীগঞ্জ জোনাল অফিসের এজিএম ভবেশ সরকার বলেন, চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ পাচ্ছি না। তাই শিডিউল মানা যাচ্ছে না। বিদ্যুৎ প্রাপ্তি সাপেক্ষে শিডিউল পরিবর্তন হচ্ছে।
এদিকে রাত ৮টার পর সারাদেশে দোকানপাট, শপিংমল, হোটেল ও রেস্তোরাঁসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা মানছেন না অনেকেই। শহরের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাইনবোর্ডে সারারাত লাইট জ্বলতে দেখা যায়।


     এই বিভাগের আরো খবর