,

লাখাইয়ে পোনা মাছ শিকার করায় দুই ব্যক্তিকে জরিমানা :: জাল পুড়িয়ে বিনষ্ট

লাখাই প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে লাখাইয়ে অবৈধ জাল দিয়ে পোনা মাছ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ জাল দিয়ে পোনা মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে জনস্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছ। গতকাল মঙ্গলবার উপজেলার ভিবিন্ন হাওড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার প্রসিকিউসন সহ সার্বিক সহযোগিতা প্রদান করেন। তাছাড়া আইনশৃংখলা রক্ষায় লাখাই থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। বিষয়টি নিশ্চিত করে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন বলেন- জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর