,

বিশ্বকাপের আগেই মেসি-সালাহ লড়াই

সময় ডেস্ক : কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র ১১৪ দিন। বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ ঝালিয়ে নিতে অনেক দলই খেলবে প্রস্তুতি ম্যাচ। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপ পর্দা উঠার আগে নভেম্বরে আবু ধাবিতে মিশরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দুই পক্ষই সম্মতিতে পৌঁছেছে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও মিশরের তারকা মোহাম্মদ সালাহর মহারণ দেখতে পারেন ফুটবলপ্রেমীরা। তবে আর্জেন্টিনা মিশরকে আবুধাবিতে ম্যাচটি খেলার জন্য অনুরোধ করেছে। এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য হাজেম ইমাম জানিয়েছে, ম্যাচটি নিয়ে কোনো চুক্তি হয়নি। সে কারণেই ম্যাচের সময় ও ভেন্যু চূড়ান্ত হয়নি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এর প্রতিবেদক গাস্তন এদুল বলেছেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নামার ১০ দিন আগে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে এটাই হবে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ। আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সত্যতা নিশ্চিত করেছেন মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। মিশরীয় সংবাদমাধ্যম ‘এল বালাদ’ এর প্রতিবেদক ইসমাইল মাহমুদ এক টুইটে লিখেছেন, ‘বিশ্বকাপের আগে নভেম্বরে আবুধাবিতে প্রীতি ম্যাচ খেলতে মিসরকে অনুরোধ করেছে আর্জেন্টিনা। বেলজিয়ামও মিশরের সঙ্গে খেলতে চায়।’


     এই বিভাগের আরো খবর