,

উঠতি বয়সী যুবকরা নেশাগ্রস্থ অবস্থায় চালায় মোটর সাইকেল :: নারী নিহত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় উঠতি বয়সের যুবকরা বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছে। একদিকে যেমন সাধারণ মানুষের ঘুম হারাম হচ্ছে অন্যদিকে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাই এসব দূর্ঘটনায় আহত হচ্ছেন। সাধারণ মানুষের অভিযোগ প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় দিন দিন তাদের দৌরাত্ম লাগামহীন হয়ে পড়েছে। অনেক সময় দেখা যায়, নেশাগ্রস্ত অবস্থায় মোটর সাইকেলের সাইলেন্সার খুলে বিকট শব্দে এসব তরুণরা চোখে সানগ্লাস, হাতে বেসল্যাট ও মোটর সাইকেলে মোবাইল সেটিং করে মোটর সাইকেল চালাচ্ছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় এরকম চালাতে গিয়ে দুই তরুণের মোটর সাইকেলের নিচে পড়ে হারিছা খাতুন (৫০) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হন। তিনি শরীফাবাদ-দৌলতপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী। তিনি ওই সময় সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। পেছনের দিক থেকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান। এ সময় মোটরসাইকেল তার দুপায়ের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন মোটর সাইকেল আটক করলেও আরোহীরা পালিয়ে গেছে। স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত শাহিন মিয়ার পুত্র একজন আরেকজন হলো, সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলীর পুত্র। লোকজন হাসপাতালে হারিছাকে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। শহরবাসীর দাবি আইন শৃঙ্খলা বাহিনী যদি অচিরেই বখাটে মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে পরিস্থিতি ভয়াবহ হবে।


     এই বিভাগের আরো খবর