,

লোডশেডিংয়ের অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে টমটম চালকরা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে লোডশেডিংয়ের অজুহাতে টমটম যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রায়ই চালকদের হাতে পুরুষ যাত্রীর পাশাপাশি নারী যাত্রীরাও লাঞ্চিত হচ্ছেন। অনেকেই লজ্জায় চালকদের কথামতো অতিরিক্ত ভাড়া দিয়ে থাকেন। লোডশেডিংয়ের অজুহাতে চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। খবর নিয়ে জানা গেছে, শায়েস্তানগর থেকে চৌধুরী বাজার পর্যন্ত জনপ্রতি ১০ টাকা ভাড়া, কিন্তু এ নিয়ম না মেনে শায়েস্তানগর থেকে চৌধুরী বাজার ১৫ টাকা এবং শায়েস্তানগর থেকে থানার মোড় ও সিনেমা হলের মোড়, টাউন হল ও মোদক পর্যন্ত ৫ টাকা করে নেয়ার কথা থাকলেও ১০ টাকা করে নেয়া হচ্ছে। এ ছাড়া উঠানামা করলেও এমন অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীরা অভিযোগ করেন শহরের প্রায় শতাধিক টমটম গ্যারেজ রয়েছে। এসব টমটম গ্যারেজে প্রতিদিন হাজার হাজার টমটম চার্জ দেয়া হয়। এতে করে বিদ্যুত অপচয় হচ্ছে। কিন্তু বিদ্যুত উন্নয়ন বোর্ড তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। মাঝে মধ্যে লোক দেখানো মাত্র কয়েকটি জায়গায় অভিযান করে লাইন বিচ্ছিন্ন করা হয়। কিন্তু রাতের আধারে রহস্যজনক কারণে এসব গ্যারেজের সংযোগ দেয়া হয়। এতে করে সরকার প্রতিমাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।


     এই বিভাগের আরো খবর