,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি জুড়ে দুঃসাহসিক প্রতারণায় আটক প্রতারক

সময় ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি জুড়ে দিয়ে নকল ছবি তৈরি করে প্রতারণা করা এক ব্যক্তি আটক হয়েছেন। তিনি আব্দুল মতিন, নিজেকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএ (ব্যক্তিগত সহকারী) পরিচয় দিতেন। এই প্রতারককে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআফজাল এলাকার নূর নবীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই উপজেলার টুমচর গ্রামের আবদুর রউফের ছেলে। বিকেলে র‌্যাবের এএসপি মোঃ আলেপ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে প্রতারক আবদুল মতিন নিজেকে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতারক আবদুল মতিন নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সেক্রেটারি এম কে শামীম চৌধুরী ও পিএস-১ সাজ্জাদুল ইসলাম পরিচয় দিয়ে সমাজের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তিনি আরও জানান, এলাকায় প্রতারক আবদুল মতিন প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অনুদান প্রদান, গরীব ছাত্রদের সাহায্য, চাকরিসহ বিভিন্ন প্রতিশ্র“তি দিয়ে টাকা হাতিয়ে নিত। এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রী ও এমপিদের সঙ্গে বিভিন্ন আঙ্গিকে নিজের ছবি এডিটিং করে ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শনের মাধ্যমে প্রতারণা করত। তার বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি জাল ছবিও ঝোলানো ছিল। ছবিটি প্রতারণার আলামত হিসেবে নিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। নিউজওয়ার্ল্ড বিডি.কম থেকে সংগ্রহ।


     এই বিভাগের আরো খবর