,

২৫ বছর পর বানিয়াচংয়ের আব্দুল্লাহ হত্যা মামলার রায়

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে চাঞ্চল্যকর চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী হত্যা মামলার ২৫ বছর পর রায় ঘোষণা করা হল। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন। রায়ে আসামিদেরকে খালাস প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমদ, আসামি পক্ষে ছিলেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। ওই কোর্টের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান ও পেশকার সৈয়দ আব্দুল হাদী জুয়েল জানান, ৯৬ সালে বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও এডভোকেট মোঃ আব্দুল্লাহ চৌধুরীকে একদল দুর্বৃত্ত হত্যা করে লাশ বিলে ফেলে রাখে। এ ঘটনায় তার স্ত্রী শাহিনা চৌধুরী বানিয়াচং থানায় অজ্ঞাতনামা একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা বেশ কয়েকজন আসামি ধরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন। অনেককে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেয়ানো হয়। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গনি মিয়াসহ ৩১ জনকে আসামি করে চার্জশীট দেন। মামলা চলাকালে ১৪ জন মৃত্যুবরণ করেন। অপর ১৬ জনকে আদালত খালাস প্রদান করেন। তবে আসামি পক্ষের আইনজীবি জানান, বাদি কোনো সুনিদিষ্ট প্রমাণ দিতে পারেননি। এ ছাড়া ওই মামলার অন্যতম স্বাক্ষি বিচারকও আদালতে আসেননি।


     এই বিভাগের আরো খবর