,

মাধবপুরে মুদি ও বিকাশ এজেন্টের দোকান চুরি

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে আলাউদ্দিন সুজন এর মুদি-বিকাশ এজেন্টের একটি দোকানের ভেন্টিলিটার ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে বিকাশের মোটা অঙ্কের টাকাসহ মোবাইলের রিচার্জ মিনিট এমবি কার্ড নিয়ে গেছে চোরেরা। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকের। তবে চুরি হওয়া টাকার পরিমাণ ৪ লক্ষ ৮২ হাজার টাকা বলে জানান, ব্যবসায়ী আলাউদ্দিন সুজন। তিনি জানান, বৃহস্পতিবার দোকানের বেচা-বিক্রি সেরে রাত ১২টার দিকে বাসায় যান। পরদিন শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় আমার শালাবাবু দোকানের স্টাটার খুলতে গিয়ে সম্ভব হচ্ছিল না দোকানের ভিতর দিয়ে নাট লাগিয়ে সম্ভবত চোরেরা আটকে দিয়ে গিয়েছিল অনেক চেষ্টার পর স্টাটার খুলে ভিতরে ডুকে কিছু মালসামাল এলোমেলো দেখে দোকানে চুরির বিষয় বুঝতে পারেন এবং আমাকে দ্রুত মোবাইল ফোনে চুরির বিষয়টি জানান। তিনি (সুজন) আরো জানান, বিষয়টি বাজার কমিটিকে জানিয়েছেন এবং ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল এর কাছে মৌখিক অভিযোগ করেন ও থানায় একটি অভিযোগ করবেন বলে জানান, মাধবপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর