,

শহরে ৩০ মিনিটে ৫ বার লোডশেডিং

জুয়েল চৌধুরী : হবিগঞ্জে শিডিউল ছাড়াই ৮ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎবিহীন থাকছেন শহরবাসী। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৩০ মিনিটের মধ্যে ৫ বার বিদ্যুত নেয়া হচ্ছে। আগে ১ থেকে দেড় ঘন্টা করে লোডশেডিং করা হতো। কিন্তু এখন কৌশলে আধ ঘণ্টার মধ্যে ৫ বার নেয়া হয় এবং ২০/২৫ মিনিট করে রাখা হয়। এভাবে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশনসহ মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। তবে অনেকেই অভিযোগ করেছেন লোডশেডিং হচ্ছে ঠিকই, কিন্তু অবৈধ টমটম গ্যারেজ বন্ধ হচ্ছে না। গ্যারেজের কারণেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, জেলা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ টমটম গ্যারেজে দৈনিক প্রায় ১ হাজারেরও বেশি টমটম চার্জ দেয়া হয়। বিদ্যুত কর্তৃপক্ষ এসব জানার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। যদিও লোক দেখানো মাত্র মাঝে মাঝে অভিযান চালিয়ে কয়েকটি টমটমের সংযোগ বিচ্ছিন্ন করে। গত কয়েকদিন ধরে সরকারের নির্দেশ হলো, ২৪ ঘন্টায় প্রতি এলাকায় ৫ ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং চলবে। কিন্তু এখন দেখা যায়, ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং দেয়া হয়। কোনো সিডিউল নেই। অথচ কাগজে সিডিউল রয়েছে কখন কোথায় লোডশেডিং করা হবে।


     এই বিভাগের আরো খবর