,

হঠাৎ করে জ¦ালানি তেলের দাম বাড়ায় যানবাহন চালকদের সাথে যাত্রীদের মারামারি

জুয়েল চৌধুরী : হঠাৎ করে সরকার জ্বালানি তেলের দাম দ্বিগুণ বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছে সকল পেশার মানুষ। বাজারে এর প্রভাব পড়েছে। সকল প্রকার পণ্যের দাম হু হু করে বেড়ে গিয়েছে। পূর্বের কোন ঘোষণা ছাড়ায় আচমকা জ্বালানি তেলের দাম দ্বিগুণ বাড়ায় সকল পেশার মানুষ কিংকর্তব্য বিমুখ হয়ে পড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের দাম বেড়েছে। জন দুর্ভোগে পড়েছে বিভিন্ন পেশার মানুষ। স্থবির জীবন। কয়েকদিন ধরে বিদ্যুতের সীমাহীন লোডশেডিং ও ইউরিয়া সারের দাম বৃদ্ধির সাথে নতুন যোগ হলো জ্বালানি তেলের দাম এর প্রভাব পড়েছে বাজারে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়েই চলছে। সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে দিশেহারা মানুষ। যাতায়াতে ভাড়া নিয়ে পরিবহনের যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ অর্থ। জ্বালানি প্রভাব পড়েছে সকল পেশার মানুষের উপর। সকল প্রকার পণ্যের দাম ১০/১৫ টাকা বেড়েছে। সকলের আজুহাত জ্বালানি তেলের দাম বেড়েছে কেয়ারিং খরচ ২/৩ গুণ বাড়ায় পণ্যের দাম দ্বিগুন দামে কিনতে হচ্ছে সকল পণ্য ভক্তাদের ভোক্তাদের। ভোক্তার অধিকার কর্ণপাত কেউ করছে না। এদিকে গতকাল শহর ঘুরে দেখা যায়, অতিরিক্ত ভাড়া নিয়ে যানবাহন, হেলপার, কনট্রাক্টর ও চালকদের সাথে হাতাহাতি, বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। প্রসঙ্গত, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। সেই সময় এই দুই জ্বালানির দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। ৮ মাসের ব্যবধানে আবার বাড়ানো হলো তেলের দাম। তবে ওই সময় পেট্রোল আর অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার সব ধরনের জ্বালানি তেলেরই দাম বাড়ানো হলো। এতে গতকাল শনিবার (৬ আগস্ট) থেকে লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা দরে বিক্রি হবে।


     এই বিভাগের আরো খবর