,

পরিমাপে কারচুপি :: বাহুবলে ২ পেট্রোল পাম্পকে গুনতে হলো ৫০ হাজার টাকা

পেট্রোল পাম্পে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

জাবেদ তালুকদার : তেলের পরিমাপে কারচুপি করায় বাহুবলে ২ পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। বাহুবল উপজেলায় দুটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। অভিযানকালে পরিমাপে কম দেয়ার অভিযোগে দুই পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়। পাম্প দুটি হলো- বাহুবল উপজেলার চেরাগ আলী পেট্রোল পাম্প ও একই উপজেলার মিরপুর ইউনিয়নের নিরাপদ পেট্রোল পাম্প।
গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে পাম্প দুটিকে জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেয়ার অভিযোগে বাহুবলের চেরাগ আলী পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং মিরপুরের নিরাপদ পেট্রোল পাম্পকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম।


     এই বিভাগের আরো খবর