,

জ্বালানী তেল-ইউরিয়া সার-ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মাত্রাতিরিক্তি লোডশেডিং এর প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

সংবাদদাতা : ডিজেল-পেট্টোল-অকটেন-কেরোসিন সহ জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানি না, রুখে দাঁড়াও, সেই সাথে ইউরিয়া সার-ঔষধ এবং মাত্রাতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলা কমিটি বিক্ষোভ কর্মসূচী পালন করে। গতকাল রবিবার বিকাল ৫টায় মোতালিব চত্ত্বরে ও সন্ধ্যা ৬টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্টে কর্মসূচীগুলোতে বক্তব্য রাখেন- সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, জেলা বারের সিনিয়র আইনজীবী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিনিয়র নেতা এডভোকেট মুরলী ধর দাশ, জেলা আহবায়ক এডভোকেট রনধীর দাশ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- সিপিবি নেতা বিষ্ণু সরকার, জন্টু সরকার, মোঃ ফরিদ মিয়া, রনজন রায়, কাজল চক্রবর্তী, রিক্সা-ভ্যান শ্রমিক নেতা মোঃ আলমগীর মিয়া, মোঃ আবুল হাশেম, মোঃ ফজর আলী প্রমুখ। সভায় বক্তাগণ জ্বালানী তেলের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং ইউরিয়া সার ও ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবী জানান। দেশের মানুষ শান্তিতে নেই, স্বস্তিতে নেই। সরকার গণমানুষকে চরম বিপদে ফেলে দিয়েছে। তাই অনতিবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে দেশের শ্রমজীবী, কৃষক, শ্রমিক, মেহনতি গরীব মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে সরকারকে দাবী মানাতে বাধ্য করবে।


     এই বিভাগের আরো খবর