,

থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে সোর্স ও দালালদের অপকর্ম

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের নামধারী সোর্স ও দালালরা পুলিশের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। পুলিশের সোর্স বিধায় ভয়ে অনেকেই প্রতিবাদ করে না। জানা যায়, সদর মডেল থানার নামেমাত্র সোর্স ও দালালরা থানায় সেবা প্রত্যাশীরা যাবার সাথে সাথে তাদের কবলে নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। নিজেরা ওসি ও দারোগার কাছের লোক পরিচয় দিয়ে সমাধানের আশ^াস দিয়ে এসব করে থাকে। সম্প্রতি সদর থানার কথিত সোর্স জসিম উদ্দিন, মামুন সহ কয়েকজন ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। এ সময় তারা ডিবি পুলিশকে সদর থানার এক পুলিশের সোর্স হিসেবে কাজ করে বলে জানায়। তারপরও শেষ রক্ষা হয়নি। কোর্টে চালান দেয়া হয়। এরপর আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে এসব অপকর্ম করে যাচ্ছে। দেখে মনে হয় তারা অফিসার হবে। মোটর সাইকেল, হাতে সিকো পাইপ ঘরি ও সানগ্লাস লাগিয়ে কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে। সুযোগ বুঝেই সেবা প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। কয়েকজন সোর্স, শহরে ফ্যাট বাসা ভাড়া নিয়ে মাদক ও অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক কর্মকর্তা জানান, সোর্সদের এসব অপকর্মের কারনে সম্প্রতি কয়েকজন কর্মকর্তা কোজসহ বদলী হন। তারপরও তাদেরকে থানা থেকে বের করা হচ্ছে না। কারণ কিছু পুলিশ তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের ব্যবহার করছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।


     এই বিভাগের আরো খবর