,

হবিগঞ্জ হাসপাতালের রাস্তার পাশের দোকান গুলোর অন্তরালে মাদক বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা জমে উঠেছে। অভিযোগ রয়েছে হাসপাতালের রাস্তার দুই পাশের দোকান গুলোর অন্তরালে মাদক বিক্রি করছে। আইন শৃংঙ্কলা বাহিনী অভিযান চালিয়ে মাদক স¤্রাটদের ধরে কারাগারে পাঠালেও এসব দমন করা যাচ্ছে না। পুরুষের পাশাপাশি যুবতীরাও এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। গতকাল শুক্রবার বিকেলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকরি পরিচালক শাহ আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় পাইকপাড়া থেকে শায়েস্থাগঞ্জের মহলুল সুনাম গ্রামের বস্তার বাড়ির আলোচিত মাদক স¤্রাট কামাল (৪০) কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১০ পিছ যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মেন্দি হোসেনের পুত্র। এসময় তার সাথে থাকা অপর ব্যবসায়ী জামাল, মুহিদ পালিয়ে যায়। পরে সন্ধ্যায় তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে কামাল দোষ স্বীকার করায় ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর