,

শায়েস্তাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ : স্বাধীনতার মহান স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় রেলওয়ে পার্কিং এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালী ও মৌন মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে সূর্যো দয়ের সাথে উপজেলা আওয়ামীলীগের যথাযোগ্য মর্যাদায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে দিন ব্যাপী কার্যক্রমের শুভ সূচনা করে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আল ইমরান ভূইয়া, হপবিস সিনিয়র ব্যবস্থাপক আলহাজ্ব মোঃ মোতাহের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা আ’লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, এডভোকেট মোঃ হুমায়ুন কবির সৈকত, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদু জ্জামান মাসুক, পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা একাডেমি সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহকারী সার্জন ডাঃ বিশ্বজিত রায়, উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ শর্মা, উপজেলা তথ্য সেবা অফিসার মীর নওরীন শারমীন মৌ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ রমা পদ দে, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌদুরী, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবদুল্লাহ সরদার, আ’লীগ নেতা শফিক ভান্ডারী, বীর মুক্তিযোদ্ধা মাহতাব চৌধুরী, বীর মুক্তি যোদ্ধা আকবর আলী , বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুনিল দেব, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বীর মুক্তি যোদ্ধা রেজিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা আকঞ্জি, সহ আরো অনেক বীর মুক্তি যোদ্ধা, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন রুমি, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ সাখাওয়াত হোসেন টিটু, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, পৌর যুবলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ সামিউর রহমান জনি প্রমূখ।

পরে পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেয়া হয়। এ ছাড়া বীর মুক্তি যোদ্ধা সংগঠন , হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর, বিভিন্ন সরকারী – বেসরকারি, স্কুল – কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হওয়ার পরে শহরে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালী ও মৌন মিছিল নিয়ে পথ পদক্ষিণ করে। সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আ’লীগের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে দোয়া মাহফিল শেষে উপজেলা পর্যায়ে নার্সারী, স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ক, খ, গ গ্রুপে গৌরব অর্জন করায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর কন্যা হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের ছাত্রী মাহাবীন আলম পারিজাকে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম পুরস্কার ও সনদ হাতে তুলে দেন। এ দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্ষ থেকে এতিম খানা অসহায় ছাত্রদের মাঝে উন্নত মানের খাদ্য পরিবেশন করা হয় ।


     এই বিভাগের আরো খবর