,

বাহুবলে দীর্ঘদিন যাবত জনসাধারণ চলাচলের রাস্তা বন্ধ :: আদালতের নিদের্শে অবমুক্ত করে দিল পুলিশ

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে দীর্ঘদিন যাবত সরকারী খাস খতিয়ানের জনসাধারণ চলাচলের রাস্তায় প্রতিবন্ধকা সৃষ্টি করে রাস্তাটি বন্ধ করে রাখেন বালিচাপড়া গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে আলাউদ্দিন নামে এক ব্যক্তি। রাস্তাটি বন্ধ হওয়ায় চরম ভোগান্তির শিকার হন কয়েকটি পরিবারের মানুষ। এ নিয়ে ভুক্তভোগীদের পক্ষে রাস্তাটি অবমুক্ত করার দাবীতে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন বালিচাপড়া গ্রামের মৃত আছমত উল্লাহর ছেলে আব্দুল আহাদ।বিজ্ঞ আদালত মামলাটি দীর্ঘ শুনানির পর সরকারী খাস খতিয়ানের রাস্তাটি জনসাধারণের চলাচলের সুবিধার্থে অবমুক্ত করে দেয়ার জন্য গত ২ আগস্ট বাহুবল মডেল থানা পুলিশকে নিদের্শ প্রদান করেন। গতকাল মঙ্গলবার সকালে বাহুবল মডেল থানার এস আই সমীরণ চন্দ্র দাসের নেতৃত্বে সার্ভেয়ার মীর মোহাম্মদ শাহীন মিয়া সহ একদল পুলিশ নিয়ে আদালতের নিদের্শনা মোতাবেক দীর্ঘদিনের বন্ধ রাস্তাটি অবমুক্ত করে দেয়া হয়।
কিন্তু সরকারি রাস্তার একাংশে বাউন্ডারি দিয়ে প্রতিবন্ধকা সৃষ্টি করায় সার্ভেয়ার ও থানা পুলিশের পক্ষ থেকে বালিচাপড়া গ্রামের আলাউদ্দিনকে আগামী ৫ জনের মধ্যে নিজ দায়িত্বে অবমুক্ত করে দেয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে। সরকারি খাস খতিয়ানের রাস্তাটি অবমুক্ত করে দেয়ার পরপরই বালিচাপড়া গ্রামের আলাউদ্দিন বিভিন্ন পন্থা অবলম্বন করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 


     এই বিভাগের আরো খবর