,

নবীগঞ্জে লন্ডনী স্ত্রীর কাছে যৌতুক দাবি :: স্বামীর কারাদণ্ড

বিচারকাজে দৃষ্টান্তমূলক অবদান রাখায় সাধুবাদ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে লন্ডনী স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় এক স্বামীকে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৩ বিচারক মুহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের মছদ্দর মিয়ার পুত্র যৌতুকলোভী সাইদুর রহমান (২৮) কে ৩ বছরের কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে বিচারপ্রার্থীরা বিচারককে সাধুবাদ জানিয়েছেন বিচারকাজে দৃষ্টান্ত স্থাপন করায়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোস্তফা মিয়া। আসামিপক্ষে ছিলেন, এডভোকেট মোঃ মুছা মিয়া। পেশকার ফজলু মিয়া জানান, সাইদুর রহমানের সাথে একই এলাকার লেবু মিয়ার কন্যা লন্ডন প্রবাসী সুলতানা আক্তার রেখার প্রেমের মাধ্যমে বিয়ে হয়। কিন্তু সাইদুরের স্বপ্ন ছিলো রেখাকে বিয়ে করে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিবে। কিন্তু তার আশা পূরণ না হওয়ায় সুলতানার ওপর যৌতুকের জন্য নির্যাতন চলতে থাকে। দিনদিন নির্যাতন বেড়েই চলে। অবশেষে কোনো উপায় না পেয়ে রেখা পিত্রালয়ে চলে যায়। তারপরেও থেমে নেই নির্যাতন। ২০১৮ সালের ১৮ এপ্রিল যৌতুকের দাবিতে রেখাকে অমানসিকভাবে মারপিট করে সাইদুর ও তার পরিবার। এ ঘটনায় ২০১৮ সালের ৬ মে সাইদুর রহমানসহ ৫ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়। মামলায় আসামিরা হাজির হয়ে সাইদুর ছাড়া সকলেই জামিন লাভ করে। দীর্ঘদিন হাজতে থাকার পর সাইদুর উচ্চ আদালত থেকে জামিনে আসে। গতকাল স্বাক্ষি প্রমাণ শেষে আদালত সাইদুরকে দণ্ডাদেশ দিয়ে অপর আসামিদের খালাস দেন। রায় প্রদানকালে সাইদুর পলাতক ছিলো।


     এই বিভাগের আরো খবর