,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৯ আগষ্ট দৈনিক মাবনজমিন পত্রিকার ৪র্থ পৃষ্টায় নবীগঞ্জে সরকারী রাস্তা দখলের অভিযোগ! ১১ পরিবার গৃহবন্ধির আশংখ্যা। এমন শিরোনামীয় সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সত্যকে আড়াল করে শাক দিয়ে মাছ ডাকার অপচেষ্টায় লিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক নাটক সাজিয়ে আমাদেরকে সমাজে হেয় করার জন্য লিলু গংরা উঠে পড়ে লেগেছে। প্রকৃত ঘটনা হলো আমার বাবা- মা নেই, আমরা ভাই- বোন ৩জন। আমি সিলেটে বসবাস করে লেখাপড়া করছি। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর ছোট বোন লন্ডনে থাকে। আমার বাড়ি ফাঁকা থাকার কারণে আমি আমার মালিকাধীন জায়গার সিমানায় পিলার স্থাপন করি। যা এই কাজে করতে আমার প্রায় ১ মাস সময় লেগেছে, কিন্ত সে সময় আমি বাড়িতে ছিলামনা। এতে কেউই কোন প্রতিবাদ বা বাধাও দেননি। উক্ত বিষয়টি আমার গ্রাম ও এলাকাবাসী অবগত আছেন। আমার জানা মতে আমি কোন সরকারী রাস্তা বা কারো মালিকা জায়গায় পিলার নির্মান করিনি। লিলু গংরা লাটিয়াল ও ধাঙ্গাবাজ হওয়ার কারণে আমার মরহুম পিতৃসম্পত্তির পূর্ব ও উত্তর পাশের জায়গা দখল করে ঘর নির্মান করে এখন পর্যন্ত সে ও তার লোকজন বসবাস করে আসছে। এলাকার মানুষ তথা প্রশাসনের লোকজন সহ সরেজমিনে এসে দেখেন ও বিষয়টি স্থানীয় লোকজনের কাছে থেকে শুনে জান ঘটনাগুলো কতটুকু সত্য না মিথ্যা। যদি আমি সরকারী বা মালিকানা কোন জায়গা সম্পত্তি দখল করে থাকি তাহলে আমার বিচার যেন উপজেলা প্রশাষন প্রকাশ্যে আইন অনুযায়ী বিচার করেন। এতে আমার কোন দ্বীমত নেই। আমি আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। আর যদি লিলু গংদের সংবাদ প্রকাশটি মিথ্যা হয় তাহলে হবিগঞ্জ জেলা প্রশাষক বরাবরে কাল্পনিক অভিযোগ দিয়ে সাংবাদিক ভাইদের কাছে নিজের অপকর্ম ডাকতে মিথ্যার বেসাতি নিয়ে আমার বিরোদ্ধে মিথ্যাচার করে আমাকে সমাজে হেয় করার অভিযোগ তুলে। আমি এর বিচার চাই। আবারো উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
মতিউর রহমান
পিতা মৃত আজিজুর রহমান
সাং রোস্তুমপুর
নবীগঞ্জ- হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর