,

প্লেন দুর্ঘটনায় লাদেনের মা-বোন নিহত

সময় ডেস্ক : শুক্রবার সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মা-বোনসহ তার পরিবারের চার সদস্য যুক্তরাজ্যে এক প্রাইভেট জেট দুর্ঘটনায় নিহত হয়েছেন। হ্যাম্পশায়ারে ইয়াতেলি শহরের ব্ল্যাকবুশ বিমানবন্দরে অবতরণের সময় প্লেনটি দুর্ঘটনার মুখে পড়ে। এতে এর পাইলট ও তিন যাত্রী নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় যুক্তরাজ্যে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নাওয়াফ আল-সৌদ লাদেন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় ওসামা বিন লাদেনের সৎমা রাজা হাশিম, সৎবোন সানা বিন লাদেন ও সানার স্বামী জুহাইর হাশিম নিহত হয়েছেন। সৌদি দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে নিহতদের দাফনের জন্য দ্রুত দেহ হস্তান্তরের বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এমব্রায়ের ফেনম-৩০০ প্লেনটি সৌদি ভিত্তিক লাদেন পরিবারের ব্যবসায়ীক মালিকানাধীন বিমান সংস্থার। উল্লেখ্য ওসামা বিন লাদেনের পরিবার সৌদি আরবের সবচেয়ে বিত্তশালী পরিবারগুলোর একটি। ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন ১৯১০ সালে ইয়েমেন থেকে সৌদি আরবে আসেন। লাদেন পরিবারের মালিকানাধীন প্রাইভেট জেট বিমান নির্মাণ ব্যবসার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন। সৌদি আরবের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্পগুলোর কাজ করছে তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি। তিনি একাধিক বিয়ে করেন এবং অন্তত ৫০ জন ছেলে-মেয়ে রয়েছে বলে ধারণা করা হয়। তার বড় ছেলে সালেম বিন লাদেন ১৯৮৮ সালে টেক্সাসে এক বিমান দুর্ঘটনায় মারা যান। ওসামা বিন লাদেনের আল কায়েদা ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর পর লাদেন পরিবার তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। বিবিসি


     এই বিভাগের আরো খবর