,

ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়ে প্রতিবাদে শত শত ট্রাকের বিক্ষোভ

এম.মুজিবুর রহমান ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দুটি টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়ে প্রতিবাদে শত শত ট্রাক মহাসড়কে আটকা পরে। এসময় প্রায় ২/৩ কিলো মিটার এলাকায় গাড়ির যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা মহাসড়কে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। জানাযায়, সরকারীভাবে টোল প্লাজাগুলোর টোল বৃদ্ধি করলেও ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা ও শেরপুর টোল প্লাজায় সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার ফলে এসমস্যার সৃষ্টি হয়। সকাল থেকে মহাসড়কের ঊভয় পাশে শত শত ট্রাক টোল না দিয়ে তারা প্রতিবাদ করে রাস্তায় দাড়িয়ে থাকেন। ফলে একদিকে সিএনজি (অটোরিক্সা) ধর্মঘট অন্যদিকে ট্রাক ধর্মঘটের ফলে মহাসড়কে ভয়াবহ অবস্থা ধারন করে পরিস্থিতি। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান ও হাইয়েও থানার ওসি আবু সালেক উপস্থিত হয়ে বিকাল ৫টায় পরিস্থিতি নিয়ে টোল প্লাজার কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন।


     এই বিভাগের আরো খবর