,

আউশকান্দি বাজারে উচ্ছেদের পরও ফের অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র আউশকান্দি বাজারে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক অভিযানে ফুটপাত অবৈধ দখলে থাকা দোকানপাট উচ্ছেদের পর আবারো অবৈধ দখল করে দোকানপাট স্থাপন করেছে স্থানীয় দখলদারেরা।
সরজমিনে দেখা যায়, আউশকান্দি হীরাগঞ্জ বাজারে উচ্ছেদ করা দোকান গুলো পুনরায় ত্রিপল দিয়ে ছাউনি বানিয়ে কেউ বাঁশের খুঁটির উপরে কাঠ দিয়ে টিনের চালা তৈরি করে তার নিচে ব্যবসা পরিচালনা করে আসছেন।
স্থানীয়দের দাবি, চলমান উচ্ছেদ অভিযানে সড়কের দু পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বাজারকে যানজটমুক্ত করা হোক। ফুটপাত দখলে থাকায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। উপজেলা প্রশাসন কর্তৃক পুনরায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের জোর দাবি জানান সচেতন মহল ও স্থানীয় এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর