,

আজমিরীগঞ্জে পুলিশের সাবেক আইজিপির বাড়িতে ডাকাতির ঘটনায় আসামীর স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে পুলিশের সাবেক আইজিপির বাড়িতে ডাকাতির ঘটনায় শিরন মিয়া (২৩) নামে ১ ডাকাতকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে এবং আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে সে।
গত ২৪ আগস্ট পুলিশের সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর বাড়িতে আইজিপির চাচাতো ভাইয়ের ছেলে (ভাতিজার বসত ঘরে) ডাকাতির ঘটনায় ঘটনায় গত ২৬ আগস্ট (শুক্রবার) হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলির দিকনির্দেশনায় আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী ও শিবপাশা পুলিশ ফাড়ির সমন্বয়ে গঠিত একটি টিম শিবপাশা গ্রামে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত একই গ্রামের মোহন মিয়ার পুত্র শিরন মিয়া (২৩) কে তার বিিড় থেকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্যমতে তার বসতঘর হইতে আইজিপির বাড়ি থেকে লুন্ঠিত এন্ড্রয়েড মোবাইল সেটটি উদ্ধার হয়। গতকাল শনিবার গ্রেফতারকৃত শিরন মিয়া তার সহযোগী ৩ আসামীর নাম প্রকাশ করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী জানান- পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর