,

হবিগঞ্জ সদরের বিভিন্ন স্থানে জুয়া ও মাদক

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলছে জুয়া, মাদকসহ অসামাজিক কাজ। অভিযোগ রয়েছে, অসাধু কিছু আইনশৃংখলা বাহিনীর সদস্যকে ম্যানেজ করেই তারা এসব চালাচ্ছে। এতে একদিকে যেমন সমাজ ধ্বংস হচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
জানা যায়, সদর উপজেলার আষেড়া গ্রামের ছুরাব আলীর নেতৃত্বে তার বাড়িতে প্রতিদিনই জুয়া ও মাদকের আসর বসে। আর সেখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন যানবাহনে জুয়াড়ি এসে যোগদান করে। পাশাপাশি চলে অসামাজিক কাজ। প্রতি রাতেই লাখ লাখ টাকার খেলা হয়। এ ছাড়াও বামকান্দি, ধল, বেকিটেকা, হুরগাও, দুর্লভপুর, মোহনপুর, সুলতান মাহমুদপুর, শ্মশানঘাট, আনোয়ারপুর বাইপাস, উমেদনগর, রাজনগর, সিনেমা হল, এড়ালিয়া, মাছুলিয়াসহ বিভিন্ন স্পটে জুয়ার আসর বসে। সম্প্রতি প্রশাসনের সদস্যরা অভিযান চালিয়ে কয়েকজন জুয়াড়িকে আটক করে। এতে কিছুদিন থেমে থাকে জুয়া। এখন অভিযান না থাকায় জুয়া চক্রের গডফাদার মাথাছড়া দিয়ে উঠেছে।


     এই বিভাগের আরো খবর