,

বেগমখান ও লস্করপুর চা বাগানের শ্রমিকদের খিচুড়ি খাওয়ানো হলো

প্রেস বিজ্ঞপ্তি : বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আয়োজনে গতকাল শনিবার দুপুর ২.৩০ মিঃ থেকে রাত ৮টা পর্যন্ত দুটি চা বাগানে ১৯ দিন ধরে ধর্মঘট পালনকারী ৩ হাজারের অধিক শ্রমিক ও তাদের পরিবার পরিজনকে দুটি চা বাগানের শ্রমিকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রান্না করে খিচুড়ি খাওয়ানো হয়। এ সময় উপস্থিত থেকে রান্না ও বন্ঠনে ভূমিকা রাখেন- বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলাম, লস্করপুর ভ্যালীর সহ-সভাপতি উজ্জ্বলা পাইনকা, বেগমখান চা বাগানের পঞ্চায়েত সভাপতি চন্দন কর্মকার, সাবেক ইউপি মেম্বার লক্ষীচরণ বাকতী, লস্করপুর চা বাগানের পঞ্চয়েত সভাপতি রজনী কালিন্দী, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার সংগঠক জাফর আলী, শ্রমিক নেতা আরব আলী, রইছ মিয়া, বাসদ (মার্কসবাদী) চুনারুঘাট উপজেলার আহবায়ক এম.এ মালেক, সদস্য উবায়দুল হক চৌধুরী সেলিম, শাহ আলম, বেগমখান পঞ্চায়েত সাধারণ সম্পাদক প্রনয় বাকতী। এছাড়া আরও উপস্থিত ছিলেন- সম্পদ রাজ প্রধান, মিন্তী কালিন্দী, বিষ্ণু তন্তবায়। এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন- ধর্মঘট চলাকালে ১৯ দিন ধরে চা শ্রমিক ও তাদের পরিবার পরিজন অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। এ অবস্থায় হবিগঞ্জ শহর থেকে সাধারণ জনগণ, ব্যবসায়ী ও বাসদ (মার্কসবাদী)’র সমর্থক, শুভান্যুধায়ীদের কাছ থেকে গণচাঁদা সংগ্রহ করে আমরা এ আয়োজন করেছি। আগামী দিনেও চা বাগানের শ্রমিকদের যেকোনো ন্যয়সঙ্গত আন্দোলনে আমরা আপনাদের পাশে থেকে সর্বাত্নক সহযোগিতা করব।


     এই বিভাগের আরো খবর