,

নবীগঞ্জ পৌরসভায় রিক্সা, অটোরিক্সা মিশুক টমটম ভাড়া নির্ধারণে সভা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে পৌর সভাকক্ষে রিক্সা, অটোরিক্সা, মিশুক টমটম ভাড়া নির্ধারণ করণের লক্ষ্যে শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি ও এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিগণের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রিক্সা, অটোরিক্সা, মিশুক টমটম উপ-কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর ফজল আহমেদ চৌধুরী। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৩৪/২১ এর (ভারপ্রাপ্ত সভাপতি) সন্জব আলী, সিনিয়র সহ-সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, রিক্সা অটো রিক্সা মিশুক টমটম শ্রমিক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহমদ ঠাকুর রানা, প্যানেল মেয়র-২ আব্দুস সোবহান, কাউন্সিল যুবরাজ গোপ, মহিলা কাউন্সিলর পূর্ণিমা রাণী দাশ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন বশীর আহমেদ চৌধুরী, সাবেক কাউন্সিল রুহুল আমিন রফু, সাবেক মেম্বার রফিক মিয়া, নবীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দাল করিম, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, অটো রিক্সা মিশুক টমটম শ্রমিক সমিতির (পূর্ব তিমিরপুর পয়েন্ট) কমিটির সভাপতি মোঃ হিলাল মিয়া ও সহ-সভাপতি মোঃ গাজী মিয়া, নবীগঞ্জ উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রশিদ, ইনাতগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি জালাল আহমেদ, শ্রমিক ইউনিয়ন নেতা সাজন মিয়া, আব্দুর রউফ, রাশিদুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল কাদির, নুর ইসলাম প্রমুখ। নবীগঞ্জ পৌরসভার মেয়র বলেন নবীগঞ্জ পৌরসভা আপনাদের সকলের তাই যানজট মুক্ত শহর ও পরিছন্ন শহর গড়তে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর