,

সংঘর্ষের পর আটক ৪ ॥ মুচলেকা দিয়ে মুক্তিছাত্রলীগের পাল্টা-পাল্টি অবস্থানের জের বৃন্দাবন কলেজে ককটেল বিস্ফোরণ

এনামুল হক সায়েম ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে এবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সপ্তাহ ধরে ওই কলেজে ছাত্র লীগের দুই গ্র“পের অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল ওই সময় শিক্ষার্থীরা ক্লাস করার সময় ক্যাম্পাসের ভিতরে বিকট শব্দে আতংকগ্রস্থ হয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহীদ মিনারের পাশ থেকে বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেন। অপরদিকে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা এ ঘটনার জের ধরে শ্মশানঘাট এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় মহিলা কলেজ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগ পরিচয়দানকারী ৪ কর্মীকে আটক করে। আটককৃতরা হল উত্তর শ্যামলীর শফি মিয়ার পুত্র হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র মোফাজ্জল হোসেন (১৩), লাখাই গ্রামের সাহাবুদ্দিনের পুত্র একই প্রতিষ্টানের ছাত্র শুভ আহমেদ (১৩), রাজনগর এলাকার মাওলানা মাহফুজুর রহমানের পুত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র শোয়েব (১৪) ও কিম্মত আলীর পুত্র হৃদয় (১২)। বিকেলে তাদের অভিভাবকরা মুচলেকা দিলে তাদের কে ছেড়ে দেয়া হয়। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান যারা শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে কাউকে ছাড় দেয়া হবে না। উল্লেখ্য, গত ১ সপ্তাহে সরকারি বৃন্দাবন কলেজে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।


     এই বিভাগের আরো খবর