,

গরুর দাম কমলেও হবিগঞ্জ শহরে কমেনি মাংসের দাম কেজিতে ২শ গ্রাম চর্বি ও হাড়

স্টাফ রিপোর্টার : গরুর দাম কমলেও হবিগঞ্জ শহরে কমছে না মাংসের দাম। আগের মতোই অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে গরুর মাংশ। এর মাঝে আবার অধিকাংশই চর্বি ও হাড় দেয়া হয়। সম্প্রতি পৌরসভা থেকে প্রতিকেজি মাংসের দাম ৫৫০/৬০০ টাকা নির্ধারন করে দেয়া হয়। কিন্তু এ আদেশ অমান্য করে মাংস বিক্রেতারা প্রতিকেজি ৬৫০-৭০০ টাকায় বিক্রি করছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের চৌধুরী বাজার, সিনেমা হল বাজার, চাষি বাজার, শায়েস্তানগর বাজারসহ বিভিন্ন বাজারে প্রায় ২০-২৫টি মাংসের দোকান রয়েছে। আর এগুলোতে প্রতিদিনই শতাধিক গরু জবাই হয়। তবে প্রতি কেজি ৬৫০-৭০০ টাকা রাখা হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেন। তারা আরও বলেন, বর্তমানে আগের চেয়ে কমেছে। তারপরও মাংসের দাম কম রাখা হচ্ছে না। আবার ১ কেজি মাংসে ২শ থেকে আড়াইশ গ্রাম হাড় ও চর্বি দেয়া হয়। মাংসের দোকানগুলো মনিটরিং করার দাবি জানান তারা।


     এই বিভাগের আরো খবর