,

চুনারুঘাট পৌরসভার প্রায় ২০ কোটি টাকার বাজেট ঘোষনা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের ১৯ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ৫শ’ ৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় পৌর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাজেট উপস্থাপন করেন মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু। বাজেট পেশ কালে সাংবাদিক সম্মেলনে মেয়র নাজিম উদ্দিন সামসু বলেন, চুনারুঘাট বাজারে ব্যবসায়ী, সাংবাদিকসহ সুশীল সমাজের সহযোগীতা থাকলে এ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভাকে এ গ্রেডে রূপান্তরিত করা হবে। তিনি বলেন আমি নির্বাচিত মেয়র হিসেবে মাত্র ৪ মাস অতিক্রিম করেছি। এখনও একটি ছোট শিশুর মতো রয়েছি। ধৈর্য্য ধারণ করুন এবং আমাকে সহযোগীতা করবেন। ইনশাআল্লাহ পৌরসভার চেহারা পাল্টিয়ে দেব। এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট বাজার ব্যবসায় কল্যাণ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, চুুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, মুহিত আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, মোস্তাক আহমদ তরফদার, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ফারুক মাহমুদ, এস এম সুলতান খান, খন্দকার আলাউদ্দিন, কাজী মাহমুদুল হক সুজন, মোঃ দুলাল মিয়া, পৌর কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম কাজল মিয়া, মোঃ আব্দুল হান্নান, আব্দুল জলিল, আলাই মিয়া, হরমুজ আলী, মোঃ রহম আলী, কামাল উদ্দিন মিলন, পৌর সচিব ইসমাইল মিয়া, পৌর সহকারী প্রকৌশলী দিজেন্দ্র বাবু ও হিসাব রক্ষক রেজাউল করিম প্রমুখ। বাজেট কালে চুনারুঘাট বাজারের কয়েকজন ব্যবসায়ীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর