,

মিথ্যা মামলা ও প্রতিবেদন দাখিলের অভিযোগে পুলিশের দুই এসআই’র বিরুদ্ধে বিচারকের মামলা

সময় ডেস্ক : মিথ্যা মামলা দায়ের এবং প্রতিবেদন দাখিল করায় পুলিশের দুই এসআই’র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক বিচারক। অভিযুক্ত এসআই’রা হলেন আনোয়ার হোসেন ও সুবীর পাল। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা।
আদালতে বেঞ্চ সহকারী সৈয়দ নুর-এ-খোদা বলেন, ‘মিথ্যা মামলায়, মিথ্যা পুলিশের রিপোর্ট ও সাক্ষী দেওয়ায় দুই এসআই আনোয়ার হোসেন ও সুবীর পালের বিরুদ্ধে মামলার করেছেন বিচারক। আদালত মামলাটি গ্রহণ করে দুইজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।’
আদালত সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে সোনা পাচারের অভিযোগে ২০১৯ সালের ২১ এপ্রিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাটারফ্লাই পার্ক থেকে মো. নাজমুল হাসান জুয়েল নামে এক শিশুকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার বাদী ছিলেন এসআই আনোয়ার হোসেন এবং তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই সুবীর পাল।
একই বছরের ৩ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। বিচার প্রক্রিয়া শেষে গত ৪ সেপ্টেম্বর শিশুটি নির্দোষ বলে রায় দেন আদালত। ডি.ডব্লিউ-২ কর্তৃক দেওয়া সোনার বারের কাগজপত্র উপস্থাপন করা সত্ত্বেও তা আমলে না নিয়ে মামলা দায়ের করে ওই পুলিশ সদস্য। এ মামলায় শিশুটি সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও ২০১৯ সালের ২২ এপ্রিল তারিখ থেকে ১ মাস ৬ দিন জেল হাজতে আটক থাকার পর একই বছর ২৮ মে জামিন পান।


     এই বিভাগের আরো খবর