,

পুলিশের অভিযানে ৩ চোর আটক :: গরু উদ্ধার

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ জেলায় গরু ছাগল ও বিভিন্ন গবাদি পশু চুরির হিড়িক পড়েছে। গরু ছাগলের দাম বেশি হওয়ায় চোর সিন্ডিকেটের দলের সদস্যরা এ পেশাকে বেঁছে নিয়েছে। প্রায়ই হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকা থেকে চোরের দল সিএনজি-মাইক্রোবাস-পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে মাঠ থেকে পশু চুরি করে নিয়ে যায়। কোনো কোনো চোরেরা রাতের আধারে গোয়াল ঘর থেকে এসব পশু চুরি করে। ইতোমধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাতেনাতে চোর আটক করলেও কিছুদিন যেতে না যেতে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা এসব করছে।
গত সোমবার গভীর রাতে সদর উপজেলার পইল ইউনিয়নের শিয়াল দারিয়া ব্রিজের নিকট থেকে দুইটি চোরাই গরু নিয়ে যাওয়ার সময় তিন চোরকে হাতেনাতে আটক করে লোকজন। পরে পুলিশকে খবর দিলে ওসি গোলাম মর্তুজার নির্দেশে এসআই নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে গরুসহ চোরদের থানায় নিয়ে আসেন। আটকরা হল, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের জাহির মিয়ার পুত্র আন্তঃজেলা গরু চোরের সদস্য ছালেক মিয়া (৪০), নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের নুরপুর গ্রামের ইদু মিয়ার পুত্র আল আমিন (২৫) ও অধুর দাসের পুত্র বিমল দাস (২৫)। জিজ্ঞাসাবাদে তারা জানায়, গরুগুলো শহরের সুলতানমাহমুদপুর গ্রামের আক্তার মিয়ার। এ ঘটনায় আক্তার মিয়া বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর