,

শহরে সোর্স পরিচয়ে গৃহবধূকে নির্যাতন :: শেখ জাহেদ আটক

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে পুলিশের সোর্স পরিচয়ে অন্তঃস্বত্তা গৃহবধূকে নির্যাতন করার অভিযোগে শেখ মোহাম্মদ জাহেদ (২৫) নামের এক সোর্সকে আটক করেছে পুলিশ সদস্য আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে শায়েস্তানগর হাইটাওয়ার এলাকা থেকে তাকে আটক করে। এ ঘটনায় মাহমুবাদ এলাকার টমটম চালক রুবেল মিয়ার স্ত্রী সাথী আক্তার বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন। সে একই এলাকার বাসিন্দা বলে জানা যায়, জাহেদ মিয়া, ইকবাল মিয়া, মামুন মিয়াসহ বেশ কয়েকজন পুলিশের সোর্স পরিচয়দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে আসছে। এদিকে গত সোমবার সকালে সোর্স শেখ মোঃ জাহেদ, শিপনসহ আরেকজন যুবক রুবেলের বাড়ি গিয়ে তাকে খুঁজতে থাকে এবং রুবেলের নামে গ্রেপ্তারী পরোয়ানা আছে। এতে রুবেলের স্ত্রী বলে সে বাড়িতে নেই। তারা জোরে ঘরে ঢুকতে চাইলে অন্তস্বত্তা সাথী আক্তার বাঁধা দেন। এক পর্যায়ে তারা তাকে পিটিয়ে আহত করে। এ সময় রুবেল এলে তাকেও মারপিট করে। লোকজন এগিয়ে এলে সোর্সরা পালিয়ে যায়। শুধু তাই নয় এর আগের দিন জাহেদ, রুবেলকে বাড়ি থেকে ধরে আনতে যায়। এ সময় তার স্ত্রী সাথী ৫ হাজার টাকা দিয়ে রুবেলকে ছাড়িয়ে নেয়। এর কিছুদিন আগে গনধর্ষণ ও মাদক মামলায় পুলিশের কতিথ সোর্স কাওছার আহমেদ, মামুন মিয়া ও জসিম আহমেদ নামে ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। ভুক্তভোগীদের দাবি সোর্সদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যদি অচিরেই ব্যবস্তা না নেয় তাহলে পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে। আহত স্বামী-স্ত্রী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।


     এই বিভাগের আরো খবর