,

লাখাই থেকে ডিবির অভিযানে চার জুয়াড়ি আটক :: সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ ও লাখাইয়ে বিভিন্ন এলাকায় জুয়া ও মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিনই কোনো না কোনো বাড়ি বা হাওরে লাখ লাখ টাকার জুয়া খেলা হয়।আর এখানে বিভিন্ন স্থান থেকে জুয়াড়ি এসে যোগ দেয়। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যদের ম্যানেজ করে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আরও অভিযোগ রয়েছে ওই এলাকার প্রভাবশালী আলকাছ মিয়ার নেতৃত্বে এসব জুয়ার বোর্ড বসে। বিষয়টি পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে ডিবির একটি দল শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট,বাহুবল, মাধবপুরসহ বিভিন্ন এলাকা থেকে সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের আটক করে।
গত বুধবার রাত ১০টার দিকে ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে এসআই অভিজিৎ ভৌমিকসহ একদল পুলিশ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের ছালেক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই গ্রামের জহুর মিয়ার পুত্র ছালেক মিয়া (৩০), সামছুদ্দিনের পুত্র খায়রুল ইসলাম (৩৫), সুন্দর আলীর পুত্র মোশারফ হোসেন (৫০), তাজ মিয়ার ছেলে মোবারক হোসেন (২০) কে আটক করেন। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে।


     এই বিভাগের আরো খবর