,

সদর হাসপাতালে ইন্টার্নী দালালদের দৌরাত্ম :: কমিশনের বিনিময়ে পাঠানো হয় ক্লিনিকে

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযানে পাবলিক দালাল অনেকটা নির্মূল হলেও ইন্টার্নী দালালরা রয়ে গেছে বহাল তবিয়তে। গ্রামগঞ্জ থেকে সহজ সরল রোগীরা আসা মাত্রই জরুরি বিভাগে থাকা ডাক্তারদের সাথে ইন্টার্নীরা চেকআপ করার আগেই পরীক্ষার জন্য তাদের পছন্দ মতো কিনিকে পাঠিয়ে দেয়া হয়। আর এতে করে মোটা অংকের টাকা কমিশন নেয়া হয়। জরুরি বিভাগে বেশির ভাগ ডায়াগনস্টিক সেন্টারের ইন্টার্নীরা চিকিৎসা দেন। আর ডাক্তাররা আড্ডা আর মোবাইলে ব্যস্ত থাকেন। গতকাল শনিবার এসব বিষয় নিয়ে প্যারামেডিকেলের ইন্টার্নী আব্দুল গফ্ফারের সাথে এক রোগীর বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, বানিয়াচংয়ের এক রোগী শ^াস কষ্ট নিয়ে গতকাল শনিবার হাসপাতালে আসেন। কিন্তু গফ্ফার তার চিকিৎসা না করেই বিভিন্ন টেষ্ট করে আনার জন্য তার পছন্দের ক্লিনিকে পাঠান। সেখান থেকে টেষ্ট করার পর ডাক্তার দেখেন তার কোনো রোগ নেই। পরে ওই রোগীর স্বজনদের সাথে ইন্টার্নী গফ্ফারের হাতাহাতি ও বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি সমাধান হয়। এমন আরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্দে। এদিকে গত কয়েকদিন ধরে সদর থানা পুলিশ দালাল নিধনের অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আরএমও আব্দুল মমিন চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

 


     এই বিভাগের আরো খবর