,

মুঠোফোন হারিয়ে গেলে ফেসবুক বন্ধ করবেন কীভাবে

সময় ডেস্ক : ফেসবুক চালু থাকা অবস্থায় মুঠোফোন হারিয়ে বা ছিনতাই হয়ে যেতে পারে। এতে ফেসবুক অ্যাকাউন্টে থাকা তথ্য অনেক সময় অন্য ব্যক্তিরা জেনে যান। ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি অ্যাকাউন্টও বেহাত হতে পারে। তবে চাইলেই হারিয়ে যাওয়া মুঠোফোন থেকে ফেসবুক লগআউট বা বন্ধ করা সম্ভব। মুঠোফোন হারিয়ে যাওয়ার পর দ্রুত আশপাশে থাকা কম্পিউটারের মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইলে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এবার সেটিংসে ক্লিক করে (Security and login) নির্বাচন করলেই ডান পাশে দেখা যাবে (where you are logged in)। অপশনটিতে হারিয়ে যাওয়া মুঠোফোনের মডেল দেখা যাবে। হারিয়ে যাওয়া মুঠোফোনের মডেলের ডান পাশে থাকা তিন ডট মেনুতে ক্লিক করলে (Not you এবং log out) নামের দুটি অপশন দেখা যাবে। এবার (খড়ম ড়ঁঃ) অপশনে ক্লিক করলে মুঠোফোনটি যেখানে থাকুক না কেন, সেখানে চালু থাকা ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এরপর যত দ্রুত সম্ভব নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এর ফলে পরবর্তী সময়ে মুঠোফোনটি থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে না।


     এই বিভাগের আরো খবর