,

মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিলাসী অফিস :: খালি কক্ষে বিদ্যুৎ জ্বলে

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিলাস বহুল অফিস। অফিসে তিনি না থাকলেও খালি কক্ষে বৈদ্যুতিক বাতি পাখা চালু রেখে বিদ্যুতের অপচয়ের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন প্রাথমিক শিক্ষা অফিস কর্মকর্তারা অফিস না থাকা অবস্থায় কক্ষের ভিতরে বৈদ্যুতিক বাতি, পাখা অহেতুক চালু রেখে বিদ্যুৎ অপচয় করা হচ্ছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ও দুপুর অফিসে গিয়ে দেখা যায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে কোন লোকবল নাই। কিন্তু বিদ্যুতের বাতি ও পাখা চালু রয়েছে। যদিও সরকার বিদুৎ সাশ্রয়ের জন্য বদ্ধপরিকর। বিদুৎ সাশ্রয়ের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয়গুলো সাপ্তাহিক ২ দিন শুক্রবার ও শনিবার বন্ধ রাখা হবে কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা গেল তার উল্টো চিত্র সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তার কক্ষে বিদ্যুৎ অপচয় করে যাচ্ছে।
এ ব্যাপার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, খালি কক্ষে অবশ্যই বাতি এবং পাখা বন্ধ রাখার কথা। অহেতুক বিদ্যুতের অপচয় হলে ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর