,

নবীগঞ্জে নাগরীবর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদের কমিটি গঠন

জুনায়েদ চৌধুরী ॥ ভাষার ভাব আদান প্রদানের মাধ্যমেই পৃথিবীতে মানব সভ্যতার বিকাশ ঘটেছে। প্রতিটি ভাষাই এক একটি জাতি গোষ্টির উত্থানে ভূমিকা রাখছে। এজন্য পৃথিবীর সব জাতি গোষ্ঠির ভাষাই অনন্য বৈশিষ্টের অধিকারী। কালের গর্ভে হারিয়ে যাওয়া নাগরী ভাষা, সিলেট বাসীর নিজেস্ব ভাষা, নতুন প্রজন্মকে নাগরী বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ এর মাধ্যমে নাগরী ভাষা চর্চা এবং তার প্রচার ও প্রসারে এগিয়ে আসতে হবে। গত ০৪ আগস্ট মঙ্গলবার বিকালে নাগরী বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা গঠন কল্পে নবীগঞ্জের কসবায় শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরী বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবি সাংবাদিক ও গবেষক এম শহিদুজ্জামান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ এর উলামা মাশায়েখ সম্পাদক মাওলা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে, ও হাফেজ হুসাইন আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগরী বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ অনলাইন দৈনিক মহাকালগড় বার্তা সম্পাদক এস.এম এ.হাসনাত। কবি বদরুল আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন ইনাতগঞ্জ উজ্জীবন শিল্পি গোষ্ঠির সভাপতি সাংবাদিক আহমদ আবুল কালাম, বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শাহ লিমন প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানে প্রথমে সবার সর্বসম্মতি ক্রমে নাগরি বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সভাপতি নবীগঞ্জ আবুল কালাম আজাদ ছোটন, সদস্য চৌধুরী অনর উদ্দিন জাহিদ, ডাঃ শাহ আবুল খায়ের, আহমদ আবুল কালাম। কার্যকরী কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন- সভাপতি সামসুল ইসলাম ছনু, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম ও শাহিন শাহ লিমন, সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল মুকিত, কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অলী আহমদ, সামসুল ইসলাম মিলাদ, কোষাধ্যক্ষ টিপু সুলতান, ক্রিড়া সম্পাদক হুসাইন আহমদ, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক হাফেজ হুসাইন আহমদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর