,

কালিয়ারভাঙ্গা ডিজিটাল সেন্টারে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা লিটন মিয়ার অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ। গত বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার দাবী জানান।
জানা যায়- ২১ সেপ্টেম্বর বিকাল ২ টার দিকে কালিয়ারভাঙ্গা গ্রামের আমির উদ্দিন কালিয়ারভাঙ্গা ডিজিটাল সেন্টারে পরিকল্পিতভাবে হামলা চালায়। অফিসে সরকারি ব্যবহৃত ল্যাপটপ এবং কম্পিউটার ভাংচুর করে এবং উদ্যোক্তাকে মারপিট ও গলায় চেপে ধরে হত্যা চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন চিৎকার শুনে আমির উদ্দিনের হাত থেকে উদ্যোক্তা লিটনকে রক্ষা করে। হামলাকালে ব্যাংক এশিয়ার নগদ অর্থ এবং ব্যবহৃত একটি আই-ফোন হাতিয়ে নিয়ে যায় হামলাকারী আমির উদ্দিন। এ ঘটনায় উদ্যোক্তা লিটন নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং ইউপির সদস্যবৃন্দ তীব্র নিন্দা প্রকাশ করছেন এবং জড়িতদের গ্রেফতারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর