,

নবীগঞ্জে ফুচকা হাটের বার্গার খেয়ে ৬ এসএসসি পরীক্ষার্থী গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে চলতি এসএসসি পরীক্ষার্থী ৬ জন শিক্ষার্থী শহরের একটি আভিজাত ফাস্টফুড দোকান ফুচকা হাটের বার্গার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ্য অবস্থায় ঝুকিঁ নিয়ে ওই পরীক্ষার্থীরা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে তারা অসুস্থ্যবোধ করলে তাৎক্ষনিকভাবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী মহসিন মিয়ার মেয়ে রেশমা বেগম (১৭), সুন্দর আলীর মেয়ে সুরমা আক্তার (১৭), রকিবুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (১৫), আফজল মিয়ার মেয়ে সালমা বেগম (১৫), জয়নাল আবেদীনের ছেলে মোফাস্বীর রহমান (১৭) এবং লতিফুর রহমানের মেয়ে পাপিয়া বেগম (১৮) গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নবীগঞ্জ জে.কে সরকারী মডেল হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা শেষে শহরের ওসমানী রোডস্থ চৌদ্দ হাজারী মার্কেটে ফুচকা হাটে ফাস্টফুড খাওয়ার জন্য যান। তারা ৫ জন দোকানে বসে বার্গার খেয়ে অপর সহকর্মীর জন্য ১টা বার্গার পার্সেলও নেন। উক্ত বার্গার খাওয়ার কিছুক্ষন পরই তারা সবাই অসুস্থ্যবোধ করেন। পড়ে অসুস্থ্য শিক্ষার্থীদের বাড়ির লোকজন স্থানীয় ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা দেন। এক পর্যায়ে তারা ডায়রিয়া ও বমি আক্রান্ত হন। গত বৃহস্পতিবার অসুস্থ্য অবস্থায় এসএসসি পরীক্ষায় অংশ নেন তারা। কিন্তু পরীক্ষা শেষে হল থেকে বের হতে না হতেই তারা অসুস্থ্যতাবোধ করেন। পরে সহপাটি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উক্ত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তাদের অবস্থা গুরুতর। এ ব্যাপারে ওই শিক্ষার্থীরা বলেন, ফুচকা হাটে বার্গার খেয়েই তারা অসুস্থ্য হন। ১টা বার্গার পার্সেল যাকে দেয়া হয় সে খেয়েও অসুস্থ্য হয়ে পড়ে। তাদের মাথা ঝিমঝিম করে এবং শরীর দুর্বল লাগছে বলেও তারা জানান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষা তারা খুব কষ্ট করে দিয়েছেন। আগামী দিনের পরীক্ষা সঠিকভাবে দিতে পারবেন কি না তা নিশ্চিত করে বলতে পারছেন। এ ব্যাপারে ফুচকা হাটের ম্যানাজার ও বার্গারের কারিগর শান্ত বলেন, বার্গার তারা নিজে তৈরী করেন। ফাস্টফুুড তৈরী করতে সরকারের অনুমতিপত্র আছে কি না জানতে চাইলে শান্ত বলেন তাদের ট্রেড লাইসেন্স রয়েছে। এর বাহিরে কোন কাগজ নেই। শহরের প্রাণকেন্দ্রে বিএসটিএসই এর অনুমতি ব্যতি রেখে ফাস্টফুড চিকেন ফ্রাই, হটডগ, বার্গার, চিকেন টোস, চিপস, ফুচকা, নুডুলসসহ বিভিন্ন জাতের ফাস্টফুড অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করে বাজারজাত করা হয়। এসব খাবার খেয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সি ছেলে-মেয়েরা স্বাস্থ্য ঝুকিঁতে রয়েছেন। এছাড়া উক্ত আভিজাত ফাস্টফুড দোকান গুলোতে টিনেজার বয়সের ছেলে-মেয়েদের আড্ডার কারখানায় পরিনত হয়েছে। তারা স্কুল কলেজ ফাকিঁ দিয়ে ওই ফাস্টফুড দোকান গুলোতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখা যায়। এদিকে ফুচকা হাটে বার্গার খেয়ে ৬ এসএসসি পরীক্ষার্থী অসুস্থ্য হওয়ার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর