,

তদন্তে অভিযুক্ত হলেও বহাল তবিয়তে জামাল :: বাহুবল কিশলয় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলা সদরে অবস্থিত কিশলয় জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জামাল আহমেদের বিরুদ্ধে আবারও বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন মোঃ আব্দুর রকিব নামের এক অভিভাবক। উক্ত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আব্দুর রকিব স্কুল পরিচালনা কমিটির সদস্য হওয়ার সুবাদে প্রধান শিক্ষক জামাল আহমেদের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দূর্নীতির বিষয়ে সময় সময় প্রতিবাদ করে আসছেন। এ প্রেক্ষিতে স্কুলের সভাপতিবৃন্দ পর্যায়ক্রমে পদক্ষেপও গ্রহণ করেন। স্কুলের সাবেক সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে উপজেলা প্রশাসনের কয়েকজন পদস্থ কর্মকর্তা ও অভিভাবক প্রতিনিধি সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে দেন।
উক্ত তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৮ সেপ্টেম্বর সভাপতি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। এতে আর্থিক কেলেঙ্কারির বড় ধরনের গড়মিল এবং অস্বচ্ছতার বিষয়টি তদন্ত কমিটির কাছে ধরা পড়ে। এরপরও প্রধান শিক্ষক স্বপদে বহাল থাকায় আগের ন্যায় অনিয়ম-দূর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং আরও বেপরোয়া হয়ে ওঠেছেন। অভিযোগকারী তার আবেদনে উল্লেখ করেন, সম্প্রতি প্রধান শিক্ষক কোন সভা আহবান না করে কমিটি বিলুপ্ত করে মনগড়াভাবে এডহক কমিটি গঠন করেছেন এবং তাকেসহ অপর দুই অভিভাবক সদস্য নুরুল ইসলাম মনি ও বদরুল আলমকেও বাদ দিয়েছেন। এভাবে একের পর এক অনিয়মের আশ্রয় নিয়ে প্রধান শিক্ষক মোঃ জামাল আহমেদ বাহুবলের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে অনিয়ম-দূর্নীতির দায়ে প্রধান শিক্ষক মোঃ জামাল আহমেদকে অপসারনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানানো হয়।


     এই বিভাগের আরো খবর