,

মাধবপুরে আধিপত্য বিস্তার দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ :: গ্রেফতার ৩

রাজীব দেব রায় রাজু, মাধবপুর : মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে পুলিশের এসআই সহ ৩০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ বেশ কিছু রাবার বুলেট ছুড়ে। ঘটনায় জড়িত থাকায় পুলিশ আরজু মেম্বার, মহিব উল্লা ও জসিম নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে বেজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, বেজুড়া গ্রামের আরজু মিয়া ও এনায়েত উল্লাহ নামে দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গতকাল শনিবার বিকেলে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় ইট পাটকেলের ঢিলে থানার এসআই রাজীব রায়, শুভ দে, তরিকুল ইসলাম, শাহ আলম, মনিরুল হক মুন্সি, টিপু মিত্র, এএসআই জাহাঙ্গীর, কনস্টেবল স্বপন, জাকির হোসেন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মাধবপুর থানার অফিসার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বেশ কিছু রাবার বুলেট ছুড়া হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর