,

হবিগঞ্জে লিফট অপারেটর নেই চীফ জুডিসিয়াল কোর্টের ১০ তলা ভবনে :: দুর্ঘটনার আশংকা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চীফ জুডিসিয়াল আদালতের ১০ তলা ভবনে লিফট চালু হলেও অপারেটর কিংবা কোনো সতর্কবার্তা না থাকায় যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। প্রায়ই বিদ্যুত চলে গেলে অনেকেই আটকা পড়েন। আবার হৃদরোগে আক্রান্ত অনেকে ভয়ে অচেতন হয়ে পড়েন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত বিচারপ্রার্থী ও আইনজীবিরা দুইটি লিফট দিয়ে চলাচল করেন। আবার অনেকেরই লিফটে চড়ার অভিজ্ঞতা না থাকায় পড়েন সমস্যায়। অনেক সময় কেউ কেউ চলে যান ৫/৬ তলায় আবার কেউ উপরে যেতে হলে নিচেও চলে আসেন। আবার লিফটে কোনো মোবাইল নম্বর বা সতর্ক বার্তা নেই। এ কারণে যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। গতকাল রবিবার সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। তাই আইনজীবি ও বিচারপ্রার্থীরা লিফট অপারেটর নিয়োগের দাবি জানান।


     এই বিভাগের আরো খবর