,

নবীগঞ্জে রিভলভার, কার্তুজসহ র‌্যাবের হাতে আটক আতিক

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৯ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে চৈতন্যপুর এলাকা থেকে সৈয়দ শামসুল ইসলাম আতিক (২৬) নামের এক যুবককে ১টি রিভলবার, কার্তুজসহ তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশে সোর্পদ করেছেন। ধৃত আতিক মৌলভীবাজার জেলার বড়বাড়ি গ্রামের মৃত সৈয়দ এখলেছুর রহমানের ছেলে। বর্তমানে তারা চৈতন্যপুর বসবাস করেন। এ ব্যাপারে র‌্যাব-৯ এর কর্মকর্তা মোঃ গোলাম সারওয়ার বাদী হয়ে থানায় মামলা দিয়েছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, র‌্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের চৌধুরী বাড়ীতে ধর্তব্য অপরাধ সংগঠনের জন্য মারাত্মক অস্ত্রশস্ত্রসহ কতিপয় লোক অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে র‌্যাব-৯ এর ডিএডি মোঃ গোলাম সরওয়ার সিপিসি-১, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের একদল র‌্যাব সদস্য রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সৈয়দ শামসুল ইসলাম আতিক (২৬) কে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেয়া মতে তার বসত ঘর থেকে গোলাপী রংয়ের ছোট শপিং ব্যাগের ভিতর রক্ষিত একটি লোহার তৈরী কালো রংয়ের দেশীয় তৈরী রিভলবার. যাহার কাঠের বাটসহ ১০ ইঞ্চি লম্বা, ২টি ফায়ারকৃত বুলেটের কার্তুজ এবং ৩টি ফায়ারকৃত বুলেটের সামনের অংশ ধৃত সৈয়দ শামসুল ইসলাম আতিকের হেফাজত থেকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ধৃত সৈয়দ শামসুল ইসলাম আতিক কে অস্ত্র ও কার্তুজসহ থানা পুলিশে সোর্পদ করেছেন র‌্যাব-৯। এ ব্যাপারে র‌্যাব-৯ এর কর্মকর্তা মোঃ গোলাম সরওয়ার বাদী হয়ে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা নং ১৭, তারিখ ২৬-০৯-২০২২ইং দায়ের করেছেন।


     এই বিভাগের আরো খবর