,

মাধবপুরে বাড়ছে চোখ ওঠা রোগ : নিরাময় ড্রপের সংকট

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে বাড়ছে চোখ ওটা রোগী, অভিযোগ উঠেছে নিরাময় ড্রপের কৃত্রিম সংকট তৈরি করছে ঔষধ ব্যবসীরা। জানা যায়, হঠাৎ বাংলাদেশ জুড়ে চোখ উঠা রোগ এর সংক্রমণ বাড়ছে। এই রোগটি ছোঁয়াচে রোগ হওয়ায় পরিবারের একজন আক্রান্ত হলে অন্য সদস্যর খুব দ্রুত সংক্রমণ হয়। গতকাল সোমবার সকালে উপজেলা সদর বাজারে সরজমিনে ঘুরে দেখা যায়, চোখ ওটা রোগ সংক্রমণ বেড়ে যাওয়া বাজারের ঔষধের দোকানগুলোতে বাড়ছে নিরাময় ড্রপ এর বিক্রি। কিন্তু ভুক্তভোগীদের দাবী হঠাৎ করে চোখ ওটা রোগ কে কেন্দ্র করে কিছু অসাধু ঔষধ দোকানীরা নিরাময় ড্রপের সংকট তৈরি করছে এতে ক্রয় করতে আসা সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে দেখা গেছে। কথা হয় সূর্য ফার্মেসীর ঔষধ ব্যবসায়ী সালাউদ্দিন রবেলের সাথে, তিনি জানান চোখ ওটা রোগীর সংখ্যার হঠাৎ বৃদ্ধি পাওয়ার বাজারে নিরাময় ড্রপের কিছু সংকট তৈরি হয়েছে। এর মূলত কারণ হচ্ছে আমাদের দোকানে চোখ ওটা রোগের ঔষধ এর চাহিদা থাকে না বললেই চলে। কিন্তু হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় ঔষধের সংকট হচ্ছে এছাড়াও নিরাময় ড্রপের সাময়িক সংকটের অজুহাতে কিছু অসাধু ঔষধ দোকানীরা অনৈতিক ফায়দা নিতে কৃত্রিম সংকট তৈরি করতে পারে বলে তিনি জানান। এ বিষয়ে কথা হয় মাধবপুর বাজারে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দিরু পাল জানান, চোখ ওটা রোগের হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়া বাজারে নিরাময় ড্রপের সংকট তৈরি হয়েছে। ঔষধ কোম্পানিগুলো ঔষধ চাহিদা অনুযায়ী ড্রপ দিলে এই সংকট কেটে যাবে। মাধবপুর ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি থেকে সকল ব্যবসায়ী কে জানিয়ে দেওয়া হয়েছে কেউ যেন কৃত্রিম ভাবে সংকট তৈরি না করে।


     এই বিভাগের আরো খবর