,

শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখলের অভিযোগ উঠেছে

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখলের অভিযোগ উঠেঠে। সম্প্রতি রেল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও এসব জায়গা প্রভাবশালীদের দখলে চলে গেছে। স্থানীয়রা জানান, আইডøবিও’কে ম্যানেজ করেই এসব অবৈধ স্থাপনা দখল করা হচ্ছে বলে জানা গেছে। আর দখলীয় দোকান এবং বাসাতে রয়েছে অবৈধ বিদ্যুত সংযোগ। জানা যায়, কদমতলী থেকে লস্করপুর রেল গেইট পর্যন্ত দুই পাশে প্রায় ২ শতাধিক দোকানপাট ও বাড়িঘর রয়েছে। অভিযোগ রয়েছে তারা মাসে আইডøবিওকে ভাড়া দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে যেসব দোকান রয়েছে এসব দোকানগুলোতে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে চলছে। তাদের কাছ থেকে মাসে মাসে ভাড়া নিচ্ছেন আইডøবিওসহ কয়েকজন রেল কর্মচারী। আবার কোনো কোনো জায়গায় বিভিন্ন সাইনবোর্ড দখল করে ব্যবহার করা হচ্ছে। যেমন, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রেল কর্মকর্তা জানান, উচ্ছেদকালে রেলের সকল স্থাপনায় লিজ বাতিল করা হয়েছে। তাছাড়া রেল স্টেশনে যেহেতু কাজ চলছে সেহেতু দোকান বসানোর নিয়ম নেই। তবুও আইডøবিওকে ম্যানেজ করেই এসব ব্যবসা করে যাচ্ছে। আর এ বিষয়ে তারা রেলের মহা-পরিচালককে জানিয়েছেন। তারাই ব্যবস্থা নেবেন বলেও জানান।


     এই বিভাগের আরো খবর