,

বাহুবলে জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ

বাহুবল প্রতিনিধি : বাহুবলে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ১৯ সেপ্টেম্বর আজমান উল্লাহ নামের ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবরে দুইটি পৃথক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রের সূত্রে জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের মিরেরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আজমান আলীর মালিকানাধীন ভূমি (মৌজা- জয়নাবাদ উত্তর, জেএল নং-২৭, খতিয়ান নং- ২৪৪, দাগ নং- আরএস ৪৪৩ ও ৪৪২) থেকে উপজেলার যাদবপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র আলতা মিয়া ও আলতা মিয়ার পুত্র তাজুল ইসলাম গংরা জোরপূর্বকভাবে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে যাচ্ছেন। ভূক্তভোগী ব্যক্তি বালু উত্তোলনে বাঁধা প্রদান করলে বালু উত্তোলনকারী প্রভাব কাটিয়ে প্রাণনাশের হুমকি ও খুন-খারাপির ভয়-ভীতি প্রদর্শন করে বালু উত্তোলন ও পাচার করে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এসিল্যান্ড সরজমিন তদন্ত করেছেন এবং প্রয়োজনে অভিযোগকারীকে নিয়ে আবার যাবেন।


     এই বিভাগের আরো খবর