,

অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ওসি ডালিম আহমেদ

একটি অপরাধমুক্ত নবীগঞ্জ উপহার দিতে চাই

জাবেদ তালুকদার : নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ যোগদানের পর থেকেই মাদক, জুয়া, ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধীদের ধরতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এমনকি থানার সামনসহ শহরজুড়ে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। মধ্যবাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাতের দোকান উচ্ছেদে ভূমিকা রাখছেন তিনি। তাছাড়া সকল ব্যবসায়ী, শ্রমিক সমিতিসহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্বক চেষ্টা করছেন। স্থানীয় দাঙ্গা রোধেও নিয়েছেন বিশেষ পদক্ষেপ। জনসাধারণের অসাধানতায় দুয়েকটি চুরির ঘটনা ঘটলেও চুরি-ডাকাতি রোধে নিয়েছেন বিশেষ পদক্ষেপ, রাতজুড়ে পুলিশি টহল, গোয়েন্দা নজরদাড়ীর পাশাপাশি নিজেও টহল দিচ্ছেন। তবে চুরি-ডাকাতি রোধে সর্বসাধারণের বিশেষ ভূমিকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
যেসব দোকানে রাতে বিভিন্ন অপরাধীদের আড্ডা জমে সেখানে টহল এবং গোয়েন্দা নজরদাড়ির ব্যাবস্থা করেছেন। এমনকি শারদীয় দূর্গাপূজায় যাতে কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে বিশেষ আলোচনা সভাসহ নিয়েছেন বেশ কিছু পদক্ষেপ।
গতকাল বুধবার দিবাগত রাত রাত ২টার দিকে ওসি ডালিম আহমদ নবীগঞ্জ বাজারে টহলকালে এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন- চুরি-ডাকাতি সহ নানা অপরাধ নিয়ন্ত্রণে অফিসার-ফোর্সদের তৎপরতার পাশাপাশি নিজেও টহল দিচ্ছি। সকলের সহযোগীতায় একটি অপরাধমুক্ত নবীগঞ্জ উপহার দিতে চাই।
উল্লেখ্য- অভিন্ন মানদন্ডে তিনি ২বার হবিগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন।


     এই বিভাগের আরো খবর