,

২ গোলে পিছিয়েও লিভারপুলের ৩-৩ ড্র ॥ চেলসির দুর্দান্ত জয়

সময় ডেস্ক : ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র। বেশ ভালো প্রত্যাবর্তন তো বলাই যায়! অ্যানফিন্ডে আজ ব্রাইটনের বিপক্ষে সেই প্রত্যাবর্তনের গল্প লিখেছে লিভারপুল। অবশ্য শেষদিকে একটা গোল না খেয়ে গেলে এই ম্যাচটা ৩-২ গোলে জিতেও যেতে পারত লিভারপুল। ব্রাইটনের মিডফিল্ডার লিয়ান্দ্রো ট্রোসার্ডের হ্যাটট্রিক সেটা হতে দেয়নি। ওদিকে ক্রিস্টাল প্যালেসের মাঠে পিছিয়ে পড়ে ২-১ গোলে জিতেছে প্রিমিয়ার লিগের আরেক পরাশক্তি চেলসি। ওদসোনে এদোয়ার্দের গোলে ৭ মিনিটে প্যালেস এগিয়ে যাওয়ার পর চেলসির হয়ে ৩৮ মিনিটে সমতা ফেরান পিয়ের-এমেরিক অবামেয়াং। তারপর যোগ হওয়া সময়ে গোল করে চেলসিকে দুর্দান্ত এক জয় এনে দেন কনর গ্যালাঘার।
অ্যানফিন্ডে আধঘণ্টার মধ্যে ৪-০ গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল ব্রাইটনের। ৪ গোল করতে না পারলেও ১৭ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়ে লিভারপুলকে কাঁপিয়ে দিয়েছিল ব্রাইটন। দুটি গোলই বেলজিয়ান মিডফিল্ডার লিয়ান্দ্রো ট্রোসার্ডের, দুটিই মূলত লিভারপুলের রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ভুলে। আক্রমনে সাহায্য করতে যতটা আগ্রহী থাকেন, রক্ষনে ততটাই দুর্বল আলেকজান্ডার-আর্নল্ড, এই সমালোচনা অনেক দিনের। যতবার এ নিয়ে কথা হয়েছে, লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ তাঁর রাইট ব্যাকের পাশে দাঁড়িয়ে সেসব উড়িয়ে দিয়েছেন। তবে আজ যেভাবে আলেকজান্ডার-আর্নল্ডের ভুলে লিভারপুল দুটি গোল খেয়েছে, দেখে ক্লপ নিজেও লজ্জা পাওয়ার কথা।
চতুর্থ মিনিটে আর্নল্ডকে বক্সের ভেতর কী অবলীলায় ফাঁকি দিয়েছেন ট্রোসার্ড! ১৭ মিনিটে আরেকবার মাঝমাঠের কাছাকাছি হাস্যকরভাবে বলের নিয়ন্ত্রন হারানোর পর আর সেটা উদ্ধার করার কোনো চেষ্টাই দেখা যায়নি ইংলিশ এই ডিফেন্ডারের।


     এই বিভাগের আরো খবর