,

ভেঙে পড়ল ফুটবল স্টেডিয়ামের ছাদ

সময় ডেস্ক : বিশ্বের দুই প্রান্তে ফুটবল মাঠে জোড়া দুর্ঘটনা। ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের পর পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এত বেশি নিহতের খবর নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। সেই রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনা ঘটল চিলিতে। ভেঙে পড়ল ফুটবল স্টেডিয়ামের ছাদের একাংশ। ঘটনায় আহত বেশ কয়েক জন।
রাজধানী সান্তিয়াগোয় চিলির ক্লাব কোলো কোলোর অনুশীলনের সময় আকস্মিক ভেঙে পড়ে স্টেডিয়ামের ছাদ। গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে, ছাদ ভেঙে পড়ার সময় সেখানে কয়েকশ উৎসাহী সমর্থক উপস্থিত ছিলেন।
চিলির এক সংবাদপত্রে লেখা হয়েছে, বেশ বড় সংখ্যায় ক্লাব সমর্থকদের দেখা যায় সেই ছাদের উপর উঠে হইচই, লাফালাফি করতে। যারই ফলশ্রুতিতে কাঠামো ভেঙে পড়ে। দুঘর্টনার পর পরই ক্লাবটি তাদের অনুশীলন সেশন বাতিল করে দেয়। খেলোয়াড়রা ফিরে যান ড্রেসিং রুমে।
এমনিতেও গুরুত্বপূর্ণ কোনও ম্যাচের আগে দর্শক ঠাসা স্টেডিয়ামে অনুশীলন করার রীতি রয়েছে চিলির এই ক্লাবের।
কোলো কোলো ক্লাবের অনুশীলন চলাকালীন দর্শকরা প্রিয় ক্লাবকে সমর্থনের পাশাপাশি উল্লাসে মেতেছিলেন। কিন্তু তাদের জন্য় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। অনুশীলন চলাকলীন হঠাৎই ভেঙে পড়ে স্টেডিয়ামের ছাদের একাংশ। ঘটনার আকস্মিকতায় হুড়োহুড়ি পড়ে যায় স্টেডিয়ামে। যার ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।


     এই বিভাগের আরো খবর