,

৯ ঘন্টা বিদ্যুতহীন ছিলো হবিগঞ্জ শহর :: সামান্য বৃষ্টি হলেই বিদ্যুত উধাও :: ভোগান্তিতে মানুষ

জুয়েল চৌধুরী : সামান্য বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরের বিদ্যুত চলে যায়। গত শনিবার ১ অক্টোবর রাতে সামান্য ঝড়ো বাতাস হলেই বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। রাতব্যাপী ঘুমাতে পারেননি মানুষ। ভুক্তভোগীরা অভিযোগ করেন আকাশে বিদ্যুত চমকালেই বিদ্যুত চলে যায় হবিগঞ্জ শহরের। গত শনিবার রাত আড়াইটার দিকে ঝড়ো বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে উধাও হয়ে যায় বিদ্যুত। গতকাল রবিবার সকাল ১১টার দিকে বিদ্যুত আসে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকালে অফিসগামী মানুষ অফিসে যেতে গোসল করতে না পেরে ভোগান্তিতে পড়েন। এ ছাড়া অনেক বাসা-বাড়িতে পানি না থাকায় রান্নার কাজেও ব্যাঘাত সৃষ্টি হয়। সরকারি নিয়ম অনুযায়ী ১ ঘণ্টা করে লোডশেডিং করার কথা থাকলেও হবিগঞ্জে ব্যতিক্রম। তারা তাদের ইচ্ছামতো বিদ্যুত সরবরাহ করেন আবার বন্ধ রাখেন। এ বিষয়ে সহকারি প্রকৌশলী রাকিবুল হাসান জানান, শাহজীবাজার থেকে শহরের ওপর দিয়ে যাওয়া লাইনে গাছ পড়ে এ সমস্যা দেখা দেয়। এ কারণেই বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো।


     এই বিভাগের আরো খবর